Header Ads Widget

বরগুনায় আধুনিক শপিং কমপ্লেক্সের সুবিধা নিয়ে পথচলা শুরু মিজান টাওয়ারের (৭ই ফেব্রুয়ারী শুভ উদ্ধোধন)

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
শাজনুস শরীফ স্টাফ রিপোর্টার বরগুনাঃ • বরগুনায় আধুনিক শপিং মলের যাবতীয় সুবিধা নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আল মিজান শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেট।
 • দীর্ঘ প্রতীক্ষার পর ৭ই ফেব্রুয়ারী রোজ সোমবার শুভ উদ্ধোধনের মাধ্যমে আধুনিকতার ছোঁয়া নিয়ে পথচলা শুরু এই আল মিজান শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেটের।
 • বরগুনা কেন্দ্রীয় সদর মসজিদের পরিত্যক্ত পুকুর ভরাট করে মুন গ্রুপের মাধ্যমে ডেভেলপমেন্ট করে রেশিওর ভিত্তিতে ১০ তলা বিশিষ্ট এই আল মিজান শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেটটি নির্মানের উদ্যোগ নেওয়া হয়।


 • ফলে দক্ষিন বঙ্গের বরগুনার মানুষ যেমন পেলো আধুনিক সম্বলিত শপিং করার সুবিধা তেমনি কেন্দ্রীয় সদর মসজিদের বরাদ্দকৃত দোকান ভাড়ার মাধ্যমে মসজিদের কোষাগারের ব্যাপক উন্নতি সাধন করতে পারবে।
 • আল মিজান শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেটে রয়েছে হেলিপ্যাড, দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লিফট, প্রতি ফ্লোরে যাতায়াতের জন্য কিংবা কেনাকাটার জন্য দুটি এস্কেলেটর সিঁড়ি, বেসমেন্টে পার্কিং সুবিধা, সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্হা, সম্পূর্ণ শপিং মল শীতাতপ নিয়ন্ত্রিত।


 • ১ম তলায় সব ধরনের দোকানের জন্য উন্মুক্ত রাখা হয়েছে তবে ডিপার্টমেন্টাল স্টোর, ছাতা, ব্যাগ, বই-পুস্তক, ক্রোকারিজ, ঔষধ, টুপি, জায়নামাজ, চশমা, কম্পিউটার শোরুম, ফটোকপি, এটিএম বুথ ইত্যাদির জন্য বরাদ্দ রাখা হয়েছে।
 • ২য় তলার জন্য সব ধরনের কাপড়ের দোকান, খেলনা ও কসমেটিকসের জন্য বরাদ্দ রাখা হয়েছে।


 • ৩য় তলার জন্য শাড়ি, ব্লক, গার্মেন্টস, জুতা, শার্ট ও পাঞ্জাবি, সুটিং সাটিং ও ফাস্টফুডের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
 • ৪র্থ তলার জন্য মোবাইল, ইলেকট্রিক, ইলেকট্রনিকস, ঘড়ি, শোপিচ, ৯৯, ফুলের দোকান ও জুয়েলারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে।
 • ৫ম তলার জন্য ফুড কোর্ট, ফাস্টফুড, চাইনিজ রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, চিল্ড্রেন কর্নার ও ইন্টারনেট হিসাবে বরাদ্দ রাখা হয়েছে।


 • ৬ষ্ঠ তলার জন্য হেলথ কেয়ার, প্যাথলজী, ডায়াগনস্টিক সেন্টার, জিম, অফিস, ব্যাংক, বীমা ও এডভোকেট চেম্বার হিসাবে বরাদ্দ রাখা হয়েছে।
 • ৭ম তলার জন্য মোবাইল সার্ভিসিং ও টেইলারিং হিসাবে বরাদ্দ রাখা হয়েছে এবং 
 • ৮ম তলার জন্য আবাসিক ভবন হিসাবে বরাদ্দ রাখা হয়েছে।
 • আধুনিক সম্বলিত এই আল মিজান শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেটে রয়েছে সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্হা।
 • বিদ্যুৎ চলে গেলেও শপিং কমপ্লেক্সের নিজস্ব উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর সুবিধা রয়েছে।
 • সার্বক্ষনিক নিরাপত্তা কর্মী, সিসি ক্যামেরা ও অগ্নি নির্বাপক যন্ত্র।
 • শপিং কমপ্লেক্সের ভিতরে আসা ক্রেতা সাধারণ ভিতরে প্রবেশ করলেই অন্যরকম অনূভুতি, আরামবোধ ও সাচ্ছন্দ্যবোধ করবে।
 • আল মিজান শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেটের আধুনিকতার বিশাল ভুবনে ক্রেতা ও বিক্রেতাদের তুষ্টির মাধ্যমে গড়ে উঠুক ভালোবাসার বন্ধন ও মায়ার বন্ধন।
 • আবহমান বাংলার বরগুনা জনপদের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকুক এই প্রত্যাশা আমাদের সকলের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ