শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ বরগুনা জিলা স্কুলে এস এস সি পাশ ও জেএসসি পাশ ছাত্রদের কাছ থেকে নেয়া হচ্ছে টাকা। প্রতিবছরই ছাত্রদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত আঃ সোবহান করনিকের নামে।
জেএসসি সনদ বাবদ ১০০ ও এসএসসি সনদ বাবদ ৩০০ টাকা করে প্রধান শিক্ষকের নামে অবসরপ্রাপ্ত কেরানি আদায় করার বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ছাত্রদের করা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় করনিক ছাত্রদের কাছ থেকে টাকা আদায় করে সনদ দিচ্ছেন বিদ্যালয়ের অবসর প্রাপ্ত অফিস করনিক আঃ সোবহান।
এ ব্যপারে জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে ডেইলি বরগুনা নিউজকে জানান জেএসসি ও এসএসসি সনদ আমরা ফ্রিতে দিয়ে থাকি। আমার নাম ভাঙ্গিয়ে তো রাখতে পারে না। তিনি বলেন আমাদের স্কুলে যিনি কেরানি আছেন তিনি অবসরপ্রাপ্ত ব্যক্তি। আমি আগামীকাল ওমরাহ হজ করতে যাব সেখান থেকে ফিরে এসেছে এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।
0 মন্তব্যসমূহ